Home / Article / আলোচিত সমালোচিত Bentley সমাধি

আলোচিত সমালোচিত Bentley সমাধি

Bentley Burial

ব্রাজিলের বিখ্যাত ধনীদের একজন কন্ড সিকিনইয় স্কারপা (Conde Chiquinho Scarpa)। একদিন পাগলাটে স্বভাবের এই লোকের ফেসবুকে পোষ্ট বেশ ঝাঁকুনি দিলো ব্রাজিলের জনমনে এবং মিডিয়ায়। অর্ধেক মিলিয়ন ডলারের বেন্টলির সামনে প্রিয় কাকাতুয়া হাতে দাঁড়ানো ছবির সাথে স্কারপা লিখেছেন – আমি ফারাওদের মতো কিছু করার সিদ্ধান্ত নিয়েছিঃ আমি এ সপ্তায় আমার প্রিয় কার, বেন্টলি আমার বাড়ির বাগানে সমাধিস্ত করবো! আমার সম্পদ আমার জায়গায় সমাধিস্ত !!!
ফেসবুক ভেসে যেতে থাকলো বিভিন্ন রকম সমালোচনায়। অনেক ক্ষিপ্ত মন্তব্য গালাগাল চলতে থাকলো, কেউ তাকে অসুস্থ বলল, কেউ বলল তিনি এটা দান করতে পারতেন। কিন্তু পরের তিনদিনে আর তিনটি পোস্ট করলেন স্কারপা। সেখানে ধারাবাহিক ভাবে দেখা যাচ্ছে বাগানে সমাধি খননের কাজের অগ্রগতি আর পাশে বেন্টলি। এতে উত্তেজনার পারদ আরও চড়লো। খবর, টক শো সব আলোচনার সমালোচনার কেন্দ্রে তখন স্কারপা’র বেন্টলি সমাধি। এরই মধ্য একটা টক শো’তে তাকে আনা হলো যাতে তিনি ব্যাখ্যা করতে পারেন। তিনি নিশ্চিত করলেন ২০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় বাড়ির সামনে বাগানে সমাহিত করা হবে বেন্টলি। টেলিভিশন চ্যানেলের হেলিকাপ্টার উড়তে থাকলো তাঁর বাড়ির আকাশে। লাইভ সম্প্রচার হচ্ছে, বেন্টলি নামানো হচ্ছে সমাধিতে …
লিখে ঠিক বুঝানো যাচ্ছেনা, চলুন দেখে নেয়া যাক …

advertising archive bangladesh